নতুন প্রেমে সালমান!
এবি ডেস্ক
বয়স পঞ্চাশ ছুঁতে চললেও বিয়ে করতে নারাজ বলিউডের ‘মোস্ট এলিগেবল ব্যাচেলর’ সালমান খান। বলিউডে পা রাখার পর থেকে এ পর্যন্ত অনেক তারকার প্রেমে মজেছেন তিনি। এবার শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের প্রেমে পড়লেন এ তারকা।
বয়স পঞ্চাশ ছুঁতে চললেও বিয়ে করতে নারাজ বলিউডের ‘মোস্ট এলিগেবল ব্যাচেলর’ সালমান খান। বলিউডে পা রাখার পর থেকে এ পর্যন্ত অনেক তারকার প্রেমে মজেছেন তিনি। এবার শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের প্রেমে পড়লেন এ তারকা।
সালমান খানের
কথাবার্তায় বেশ কয়েকদিন ধরেই ‘কিক’ সিনেমার সহঅভিনেত্রী জ্যাকুলিন
ফার্নান্ডেজের প্রশংসা শোনা যাচ্ছিল। এই সুন্দরী নায়িকাকে প্রোমোট করার
জন্য সালমান নিজে থেকে বেড়িয়ে পড়ছেন।
শুধু তাই নয় খুব সম্প্রতি জ্যাকলিনকে একটি দামী ফ্ল্যাট উপহার দেয়ার কথাও বলিউডে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সিনেমার প্রচারে গিয়ে পদবি বদলে দিলেন জ্যাকুলিনের। সম্প্রতি ‘কিক’ এর প্রচারে একটি রিয়েলিটি শোতে গিয়ে তিনি নায়িকাকে ‘জেএফকে’ বলে সম্মোধন করায় সবাই অবাক হন। প্রথমে অনুষ্ঠানের ক্রু সদস্যরাও চমকে গিয়েছিলেন এই সম্বোধনে।
শুধু তাই নয় খুব সম্প্রতি জ্যাকলিনকে একটি দামী ফ্ল্যাট উপহার দেয়ার কথাও বলিউডে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সিনেমার প্রচারে গিয়ে পদবি বদলে দিলেন জ্যাকুলিনের। সম্প্রতি ‘কিক’ এর প্রচারে একটি রিয়েলিটি শোতে গিয়ে তিনি নায়িকাকে ‘জেএফকে’ বলে সম্মোধন করায় সবাই অবাক হন। প্রথমে অনুষ্ঠানের ক্রু সদস্যরাও চমকে গিয়েছিলেন এই সম্বোধনে।
সরাসরি সালমান খানকে প্রশ্ন করায় তিনি জানান,
‘জেএফকে’ হল ‘জ্যাকুলিন ফার্নান্ডেজ খান’। ‘কিক’ ছবিতে জ্যাকলিনের সাথে বেশ
কিছু রোমান্সকর দৃশ্যে ক্যমরাবন্দি হয়েছেন সালমান। ছবির গানে অনেকগুলো
চুম্বনের দৃশ্য রয়েছে। এর আগে ‘দাবাং’ খান তার সাবেক প্রেমিকাদের উপহার
দিয়েছেন, প্রশংসাও করেছেন।
কিন্তু কখনো নিজের পদবি অন্য কারুর নামের সঙ্গে
যুক্ত করেননি। এমনিও সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই সালমান ও জ্যাকুলিনের
অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের খুব পছন্দ হয়েছে। সালমানের এই সম্বোধনের পর
থেকে দুজনের অফ-স্ক্রিন কেমিস্ট্রি তৈরি হয়ে তা বিয়ে অবধি এগোয় কিনা এই
নিয়ে বলিউড টাউনে নতুন করে জল্পনা শুরু হয়ে গেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন