মেহেদির বিজ্ঞাপনে শায়লা সাবি
এবি প্রতিবেদক
এবার মেহেদির বিজ্ঞাপনের মডেল হলেন শায়লা সাবি। সম্প্রতি বিজ্ঞাপনটির কাজ হয়েছে। বর্তমানে ঈদের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যাস্ত সময় পর করছেন নবাগত এই তারকা। ঈদে চ্যানেল আইয়ে তার অভিনীত 'প্রিয়া তুমি সুখী হও' মুক্তি পাচ্ছে।
গীতালি হাসান পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ফেরদৌস। এ প্রসঙ্গে শায়লা বললেন, 'চলচ্চিত্রে আমি নতুন। তার পরও চেষ্টা করছি ভালো কিছু করার।' ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের রচনা ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় নাটক 'চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়'।
এবার মেহেদির বিজ্ঞাপনের মডেল হলেন শায়লা সাবি। সম্প্রতি বিজ্ঞাপনটির কাজ হয়েছে। বর্তমানে ঈদের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যাস্ত সময় পর করছেন নবাগত এই তারকা। ঈদে চ্যানেল আইয়ে তার অভিনীত 'প্রিয়া তুমি সুখী হও' মুক্তি পাচ্ছে।
গীতালি হাসান পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ফেরদৌস। এ প্রসঙ্গে শায়লা বললেন, 'চলচ্চিত্রে আমি নতুন। তার পরও চেষ্টা করছি ভালো কিছু করার।' ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের রচনা ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় নাটক 'চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়'।
উল্লেখ্য,'চ্যানেল
আই সেরা নাচিয়ে ২০১২' প্রতিযোগিতায় সেরা হতে না পারলেও এখন টিভিতে নিয়মিত
অভিনয় করে যাচ্ছেন শায়লা সাবি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন