, , No Comments

সানি লিওনের মতো নগ্নতায় নেমেছেন আমির খান

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘পিকে’র পোস্টার দেখে অভিনেত্রী সানি লিওনর সঙ্গে আমিরের তুলনা করা হয়েছে। বিনোদন মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় ‘পিকে’র এই পোস্টার। আমির খান অভিনীত নতুন ছবিটির প্রথম পোস্টার টুইটারে দিতেই সবার চোখ ধাঁধিয়ে যায়। যাবে না-ইবা কেন! এই পোস্টারে পর্ণ সিনেমার তারকাদের মতো নগ্ন হয়ে তার দাঁড়িয়ে থাকা চমকে দিয়েছে মানুষকে। পোস্টারটি নিয়ে মজার মজার মন্তব্য ও কৌতুকে ভরে গেছে টুইটার। বেশিরভাগ মন্তব্যে অভিনেত্রী সানি লিওনর সঙ্গে আমিরের তুলনা করা হয়েছে। আমার বিনোদন পাঠকদের জন্য এর মধ্য থেকে কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো:

* ওয়াও! সানি লিওন ও পুনম পান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন আমির খান।
* বলুন তো, আমির খানের ‘পিকে‘ ছবির নতুন পোস্টারের সঙ্গে সানি লিওনের মিল কোথায়? উত্তরটা হলো, তারা দু’জনই নগ্ন হওয়ার জন্য পারিশ্রমিক পেয়েছেন।
* আমির খানের জায়গায় সানি লিওন থাকলে ‘পিকে’ ব্লকবাস্টার হয়ে যেতো।
* তাজা খবর! সানি লিওনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আমির খান!
* এখন দুই ধরনের দর্শক আছে। একশ্রেণীর দর্শকের কাছে সানি লিওনের পুরনো ছবিগুলো ভালো লাগে। অন্য দর্শকদের ভালো লাগছে আমির খানের নতুন ছবি।
* সারা টুইটারে রাত থেকে আমিরকে কটাক্ষ করা হচ্ছে। অন্যদিকে সানি লিওন ঘুমানোর জন্য মরিয়া।
* সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস থ্রি’র (যে ছবির কাজই শুরু হয়নি) পোস্টার চুরির দায়ে আমির খানের বিরুদ্ধে মামলা করা উচিত।
* এটা তো তেমন কিছুই নয়, অন্য কেউ হলে তো আইপড দিয়েই কাজ সেরে নিতো।
* কী অদ্ভূত সময় এলো রে বাবা! নিজের ছবির প্রচারের জন্য কাপড় খুলে ফেললেন আমির খান। অথচ সানি লিওন এখন তার ছবির প্রচারে কাপড় পড়তে শুরু করেছেন।
* আমি নিশ্চিত, রেডিও মির্চি ‘পিকে’ ছবির অফিসিয়াল রেডিও পার্টনার হবে।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন